পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো ৩ পুলিশ কনস্টেবলের

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ছেনে আরও তিনজন।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের এসপি মো. হাসান চৌধুরী।
জানা যায়, এক আসামিকে ধরতে স্থানীয় এক ইউপি সদস্যকে নিয়ে পুলিশ ভ্যানে করে কয়েজন পুলিশ সদস্য সলিমপুরের ৬ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলেন। এসময় পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি রেল লাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় তিন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। এসময় আহত হন আরও তিনজন।
পুলিশ জানায়, রেল লাইনটি পার হবার সময় রেল ক্রসিং এ বারটি উঠানো ছিলো, এসময় কোনো গেইটম্যানও সেখানে ছিলো না। রেল ক্রসিং এর বার উঠানো থাকায় ট্রেন আসার সম্ভাবনা না থাকায় পুলিশ ভ্যানটি রেলক্রসিং পার হচ্ছিলো। কিন্তু বিপরীত দিক থেকে সে সময় একটি দ্রুতগতির ট্রেন এসে পুলিশ ভ্যানে ধাক্কা মারলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিভি/টিটি
মন্তব্য করুন: