• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেগমগঞ্জে বাস চাপায় পথচারী নিহত 

প্রকাশিত: ০১:২০, ৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বেগমগঞ্জে বাস চাপায় পথচারী নিহত 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় মো. নুরুল হুদা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সড়ক পারাপারের সময় দ্রুতগতির বাস চাপায় তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রমজানবিবি এলাকার সাবিক সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দরবেশপুর গ্রামের নুরুল হুদার নতুন বাড়ির হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ঢাকা থেকে নোয়াখালী সোনপুরের উদ্দেশ্যে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। সন্ধ্যায় বাসটি চৌরাস্তা-মাইজদী সড়কের সাবিক সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে সড়ক পার হওয়া পথচারী নুরুল হুদাকে চাপা দেন। এতে ঘটনাস্থলে নিহত হন পথচারী নুরুল হুদা। পরে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে থানায় দেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মির জাহিদুর রহমান রনি, খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ, ট্রাফিক ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে গ্রহণ করবে।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: