• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু 

প্রকাশিত: ১৭:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২), তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো.কামাল হোসেনের ছেলে মো.জাহেদ (১৮)।   

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল সড়কের হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    

কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন জানান, নিহত তিন ভাই মোটরসাইকেল নিয়ে সকালে ঘুরতে বের হন। এক পর্যায়ে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় পোল সড়কের হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায় তারা। এতে তিন ভাই গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে নিহতদের পরিবার থানায় অবহিত করেনি।  


 

বিভি/রিসি

মন্তব্য করুন: