মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি, ৫ যাত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ সীমানাবর্তী সোনারগাঁও থানাধীন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ যাত্রী জীবিত উদ্ধার হলেও মা ও তার দুই সন্তানসহ খনও নিখোঁজ রয়েছে আরো পাঁচ জন।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টর দিকে নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সুমনা, তার মেয়ে জান্নাতুল মাওয়া ও সাফা।
বেঁচে ফেরা যাত্রীরা জানান, বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার উপজেলার দৌলতপুর থেকে ১১ জন আত্মীয়-স্বজনজন মিলে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জের সীমান্তবর্তী চর কিশোরগঞ্জ এলাকায় ভ্রমণের জন্য এসেছিলেন তারা। ভ্রমণ শেষে সন্ধ্যায় তারা ট্রলারযোগে গজারিয়ায় ফিরে যাচ্ছিলেন। তাদের ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় অন্যরা তীরে পৌঁছাতে পারলেও নিখোঁজ হন ৫ জন। এদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের গজারিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি মুন্সীগঞ্জের কাছাকাছি সোনারগাঁও থানাধীন চরকিশোরগঞ্জ এলাকায় আসলে এসময় বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগলে ট্রলারটি নদীতে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১১ যাত্রীর মধ্যে ৬ যাত্রী জীবিত উদ্ধার হলেও এখনও ৫ যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে নদীতে অভিযান চলছে।
বিভি/এসইইচএল/এজেড
মন্তব্য করুন: