পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আহত সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ৩৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক (৬৫)।
বুধবার (১৭ জানুয়ারি) রাত ১০ টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাওলানা আব্দুল খালেক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বেশষ কেন্দ্রীয় শূরা সদস্য এবং দলটির রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ছিলেন। এর আগে দীর্ঘদিন পঞ্চগড় জেলা জামায়াতের আমীরের দায়িত্বও পালন করেন তিনি।
পঞ্চগড় জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর সন্ধ্যার দিকে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড় শহরের দিকে আসার পথে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দশমাইল নামক এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মাওলানা আব্দুল খালেক। একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুরে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
সাবেক এই জনপ্রতিনিধি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: