• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ বাবা-ছেলে  

প্রকাশিত: ১৮:৫৭, ২২ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ বাবা-ছেলে  

ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ। এছাড়া ট্রলারে থাকা ৫ ব্যক্তিকে জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। 

রবিবার (২১ জানুয়ারি) দিনগতরাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন ইলিশা থানার নৌ- পুলিশ বিদ্যুৎ কুমার।

তিনি আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম, কোস্টগাট ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন বলে তিনি জানিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: