গাজীপুরে মার্কেটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর একটি মার্কেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনের ছয়তলা ভবনের চারতলার একটি গোডাউনে আগুন লাগে।
মূর্হুতেই সেই আগুন ভবনের তিনতলা, পাঁচতলা ও ছয়তলায় ছড়িয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে একই বাড়িতে দুই দফা আগুন, দগ্ধ ৭
তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে আহত হয়েছেন সাতজন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: