• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ২ মার্চ ২০২৪

আপডেট: ২২:৩০, ২ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার (২ মার্চ) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা নোয়াপাড়া এলাকার নোয়াব আলীর ছেলে আব্দুল হাই (৬৫) ও বেহাইর এলাকার আবু মিয়ার ছেলে মো. জুনাইদ (২০)।

সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই মহাসড়কের সরাইল বিশ্বরোডমুখী সিএনজি চালিত অটোরিকশাকে পিছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত এবং হাসপাতালের নেয়ার পর অপরজন মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/রিসি

মন্তব্য করুন: