• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্পিডবোর্ড সংঘর্ষে নিহত এক, আহত তিন ম্যাজিস্ট্রেট

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ১০ মার্চ ২০২৪

আপডেট: ১০:৩৩, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
স্পিডবোর্ড সংঘর্ষে নিহত এক, আহত তিন ম্যাজিস্ট্রেট

শরীয়তপুর ভেদরগঞ্জে ইউপি নির্বাচন শেষে ফেরার পথে স্পিডবোর্ড মুখামুখি সংঘর্ষে স্পীড বোর্ডের এক চালক নিহত হয়েছেন, এঘটনায় তিন ম্যাজিস্ট্রেটসহ তাদের কার্যলায়ের অন্তত ১০ জন আহত হয়েছে। স্পিডবোর্ডের চালক মুক্তারকে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি মাসুদুর রহমান। 

শনিবার (৯ মার্চ) কাচিকাটা ইউনিয়নের নির্বাচন শেষ করে ফেরার পথে গৌরাঙ্গবাজার ঘাটের ১ কিলোমিটার আগে রাত সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই যাত্রীর লাশ উদ্ধার 

স্পিডবোর্ডে থাকা আহত ভেদরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার ভূমি ইমামুল হাফিজ নাদিম জানান, নির্বাচন শেষ করে আসার পথে উল্টো দিক থেকে আরেকটি স্পিডবোর্ড তাদের থাকা বোর্ডের উপর উঠিয়ে দেয়। তখন তাদের বোর্ডটি মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। এতে তাদের বোর্ডে থাকা সকলেই আহত হন।

সখিপুর থানার ওসি মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে চাঁদপুরে চিকিৎসার জন্য নেওয়া হলে পথে তার মৃত্যু হয়।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: