ভিজিএফের চাল নিতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই ও চাচী

প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া-বামিহাল আঞ্চলিক সড়কের দূর্গাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দিনজনই বেরিয়েছিলেন ভিজিএফের চাল নিতে।
নিহতরা হলেন, সিংড়া উপজেলার বনকুড়ইল এলাকার আব্দুল মোমেনের দুই ছেলে ইমরান হোসেন (১৯)ও রাব্বি হোসেন (১৪)। আরেকজন নিহত হলে একই এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী হোসনেয়ারা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে বনকুড়ইল নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যান যোগে দূর্গাপুর ভিজিএফ এর ১ কেজি করে চাউল নিতে যাচ্ছিলেন ইমরান, রাব্বি ও প্রতিবেশি চাচী হোসনেয়ারা। এসময় দূর্গাপুর ব্রিজ এলাকায় বামিহাল সড়কে উঠার সময় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যান যাত্রী তিনজন নিহত হয়। আহত হয় ভ্যান চালক হাবিব ও ইমরান-রাব্বির মা পাভিন বেগম। পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান জানান, ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ট্রাকটি আটক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: