• NEWS PORTAL

  • সোমবার, ০১ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, কাজ করছে ৯টি ইউনিট

প্রকাশিত: ১৫:২৮, ২৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে আগুন, কাজ করছে ৯টি ইউনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি তেলবাহী ট্রলারে আগুন লেগেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে ফতুল্লা বাজারের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ১টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারে থাকা তেলের ড্রামগুলো একে একে বিস্ফোরিত হয়। দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ঘটনার বর্ণনা দিয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান বলেন, ‘পেট্রোল ও ডিজেল ড্রামগুলোতে ভর্তি করা হচ্ছিল। ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিলেন। সেখান থেকে আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম আগুনে বিস্ফোরিত হয়েছে।’

সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘ফায়ার সার্ভিসের কমপক্ষে ৯টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফতুল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা হচ্ছিল। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও কেউ হতাহত বা নিখোঁজ আছেন কিনা তা এখনই বলতে পারছি না।আমরা নিশ্চিত হলে আপনাদের বিষয়টি জানাবো।’

বিভি/টিটি

মন্তব্য করুন: