কর্ণফুলীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ: এক মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটির অদূরে ‘বাংলার জ্যোতি’ নামের একটি ক্রুড অয়েলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছে আরো দুজন।
সোমবার বেলা ১১টার দিকে পতেঙ্গাস্থ ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ক্রুড অয়েল খালাস করার সময় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ধরে যায় জাহাজটির সামনের অংশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের পাশাপাশি অগ্নি নির্বাপণে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড ,চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ফায়ার ফাইটিং টিম। দুই ঘন্টার সমন্বিত চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
‘বাংলার জ্যোতি’ জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি পুরোনো তেলবাহী জাহাজ। তবে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। জাহাজটি মূলত বন্দরের বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার ভ্যাসেল থেকে ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে পরিবহন করে থাকে।
বিভি/এজেড
মন্তব্য করুন: