• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীতে দুই ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরলো ২ প্রাণ

প্রকাশিত: ১২:৩৩, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাজধানীতে দুই ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরলো ২ প্রাণ

প্রতীকী ছবি

রাজধানীর রূপনগর থানার বেড়িবাঁধ এলাকায় দুইটি ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৫ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের দু’জনের নাম বাদল (৪৫) ও রফিক (২২)।

তাদের একজন ট্রাকের চালক ও অপর একজন লেবার। প্রথমে আহত অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের দু’জনের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, সকালে দুর্ঘটনায় আহতদের ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দু’টি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দু’জনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।  

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2