সদরঘাটের মার্কেটে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

পুরোনো ছবি
রাজধানীর পুরান ঢাকা সদরঘাট এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণের জন্য সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। তবে আগুনের সূত্রপাত কিভাবে তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সূত্রে বলা হয়েছে, তারা সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় রাত আটটার ৫ মিনিট আগে। ৬টি ইউনিট নিয়ে ঠিক আটটার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: