• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১০, আহত ২০

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৮, ২৯ মে ২০২২

আপডেট: ১২:২৪, ২৯ মে ২০২২

ফন্ট সাইজ
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১০, আহত ২০

বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত হয়েছেন আরো ২০ জন।

রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৬জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ঝালকাঠি জেলার নেয়রি গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২৩), বরগুনা জেলার বেতাগী উপজেলার সোহরাব বেপারীর ছেলে মো. হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্রামের মৃত আওলাদ আলী মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৫০), উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫)।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হয়েছে। নিহত ১০ জনের মধ্যে ১ জন নারী ও ১জন শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করেছে।

 
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এই ঘটনায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। গাড়িটি গাছের মধ্যে ডুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
 

 

 

বিভি/এসএইচ/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2