• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পলাশবাড়ীতে বাসচাপায় সিএনজি’র ৪ যাত্রী নিহত

প্রকাশিত: ০৯:৩৭, ১৫ ডিসেম্বর ২০২২

আপডেট: ১১:২৬, ১৫ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
পলাশবাড়ীতে বাসচাপায় সিএনজি’র ৪ যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এক বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সাড়ে ৭ টার দিকে সকালে ঘন কুয়াশার মধ্যে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী।

নিহতরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের আ. ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) এছাড়াও অজ্ঞাতনামা একজনকে হাসপাতালে নেয়ার পর মারা য়ায়।

প্রত্যদর্শীরা জানান, সকালে সিএনজি চালিত একটি অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন ও হাসাপাতালে নেয়ার পর  ১ অটোরিকশা যাত্রী নিহত হন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি। অপর নিহত দুইজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2