• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নবগঙ্গা নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশিত: ১৭:৩৮, ১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নবগঙ্গা নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবিতে নিখোঁজ ৪জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া আরও দু’জন নিখোঁজ রয়েছেন। তাদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম।

তিনি বলেন, থানা পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, খুলনা থেকে আসা ডুবুরি দল এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

রবিবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে (৩২) উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত লাবু কালিয়া বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে দুপুর ১টার দিকে জোকার চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫) এর লাশ উদ্ধার করা হয়। নিহত এবং নিখোঁজ সকলেই নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এছাড়া আরও দু’জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মন্ডলের ছেলে রয়েল মন্ডল (২৭), এনামুল মন্ডলের বড় মেয়ে জামাতা ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডুবরি দল। লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌ পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা নাজমা বেগম (২৮) ও ছেলে তাছিম শেখ (২) । 

বিভি/রিসি

মন্তব্য করুন: