নলছিটিতে বাস চাপায় স্কুলছাত্রসহ নিহত ২

ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় এক স্কুলছাত্রসহ দু'জন নিহত হয়েছেন। এতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ও ভ্যানচালক মো. আকাশ। পুলিশ জানায়, বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিলো তুর্য্য।
এ সময় পটুয়াখালীগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী দুইঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে শিমুলতলা এলাকায় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এদিকে, সড়ক দুর্ঘটনায় নাটোরে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: