সিএনজিকে চাপা দিলো বাস: নিহত তিন, আহত দুই

লালমনিরহাটের কাকিনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দু'জন। শুক্রবার (২জুন) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা কাছারি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চারজনের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও একজন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তবে স্থানীয়রা বলছেন, এক মহিলা কোলের শিশুকে রক্ষা করতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সেই শিশুকে খোঁজা হচ্ছে। ঘটনাস্থলেই হাত বিচ্ছিন্ন হওয়া মহিলা গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে নির্ভর সূত্রে জানা যায়, তার মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, পাটগ্রাম উপজেলার রহমত পাড়া বেলতলী এলাকার আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০)।অন্যজন হচ্ছেন একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান। এবং রংপুরের ছুত্রপুর দর্শনা মোড় এলাকার মুন্নি বেগম (৬০)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কাকিনায় একটি সিএনজিকে বাস মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। রাস্তায় সিএনজি পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিভি/এএইচজে/এজেড
মন্তব্য করুন: