• NEWS PORTAL

  • সোমবার, ০১ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দিনাজপুরেও এবার লিচুর ফলন কম, দাম চড়া

প্রকাশিত: ১০:৫৭, ১৩ জুন ২০২৪

ফন্ট সাইজ
দিনাজপুরেও এবার লিচুর ফলন কম, দাম চড়া

বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুরেও এবার লিচুর ফলন কম এবং আকারে ছোট। দামও চড়া। ফলন কম হলেও বেশি দামে লিচু বিক্রি করতে পেরে খুশি কৃষকরা।

দিনাজপুরের কালিতলায় লিচু আড়তে এখন দেশের বিভিন্ন জায়গার বেপারীদের ভিড়। ফলন কমের অযুহাতে লিচুর দাম এবার অনেক বেশি। 

কৃষকরা বলছেন, মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচুর ফলন কিছুটা ভালো হলেও বেদানা, চায়না থ্রি ও কাঁঠালি জাতের লিচুর ফলন খুব কম। তবে দাম ভালো মিলছে। মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচু পাইকারি বাজারে প্রতি হাজার প্রকারভেদে সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা এবং বেদানা ৭ থেকে ৮ হাজার এবং চায়না থ্রি ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। 

লিচুর চড়া দামে বিব্রত বেপারীরা। ব্যবসা ভালো হচ্ছে না বলে জানিয়েছেন তারা।  

দিনাজপুরে সাড়ে ৫ হাজার হেক্টরের বেশি জমিতে লিচুর চাষ হয়েছে। কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় এবার লিচুর ফলন কম হয়েছে ৪০ শতাংশ।

বিভি/রিসি

মন্তব্য করুন: