• NEWS PORTAL

  • শুক্রবার, ২৮ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কমেছে হাড়িভাঙা আমের ফলন

প্রকাশিত: ১১:৩২, ১৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
কমেছে হাড়িভাঙা আমের ফলন

বিরূপ আবহাওয়ায় এ বছর রংপুরে হাড়িভাঙা আমের ফলন কমেছে। এরপরও তিনশ’ ৬০ কোটি টাকার আম বিক্রির আশা করছে সংশ্লিষ্টরা। আর আমের সংরক্ষণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া দরকার মনে করছেন বিশেষজ্ঞরা।

ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে হাড়িভাঙা আম। বাতাসে ছড়াচ্ছে সুমিষ্ট ঘ্রাণ। দেশজুড়ে হাড়িভাঙা আমের খ্যাতি থাকায় প্রতি বছর রংপুরে বাড়ছে এ আম চাষ। স্বাদ ও গন্ধে অতুলনীয় হাঁড়িভাঙা আম বদলে দিয়েছে চাষিদের জীবন। শক্ত করেছে রংপুরের অর্থনীতি। ঐতিহ্যের আমকে স্বীকৃতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা। 

তবে, এবার বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে হাড়িভাঙার ফলনে। কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, আম সংরক্ষণ বাড়াতে ভেপারহিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা গেলে রফতানিতে বড় সহায়ক হবে।

রংপুরের পাঁচ জেলায় হাড়িভাঙাসহ অন্য জাতের আমের চাষ হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টরে। এর মধ্যে আড়াই হাজার হেক্টরে হাড়িভাঙা। যার ফলন ধরা হয়েছে ৩৭ হাজার টন। সংরক্ষণাগার স্থাপন ও আমের বহু ব্যবহারের উদ্যোগ নেয়ার দাবি চাষিদের।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2