• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঝড়ে হেলে গেল ধানক্ষেত, আমনে ব্যাপক ক্ষতি

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:৪৯, ২৫ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ঝড়ে হেলে গেল ধানক্ষেত, আমনে ব্যাপক ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।

উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার  কৃষক হাবিবুর রহমান জানান, তার দেড় একর জমির আমন ক্ষেত ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, এতে তার ৫০ হাজার টাকা লোকসান হবে। সুভাষ চন্দ্র, ভোলা মিয়া জানান, এক বিঘা করে জমির ফসল ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ঝড় হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হেক্টর। তিনি আরো বলেন, ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তা বৃন্দ মাঠ পর্যায়ে কাজ করছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: