শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

শেষ হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। এ বছর বইমেলার সময় আর বাড়ছে না। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শেষ শিশুপ্রহরের মধ্য দিয়ে বইমেলার দিনের আয়োজন শুরু হয়।
শিশু প্রহর শেষে দুপুর ১টা থেকে সাধারণ পাঠক দর্শনার্থীদের শুরু উন্মুক্ত করে দেওয়া হয় বইমেলা, যা শেষ হবে রাত ৯টায়।
একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের শেষ দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ছাড়াও অনেক শিশুকে দেখা গেছে। বাবা-মায়ের সঙ্গে বইমেলায় বই কিনতেও দেখা গেছে শিশুদের।
বইমেলার শিশু কর্নার ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী শিশুরা স্টল ঘুরে ঘুরে বইয়ের পাতা উল্টে নিজেদের পছন্দের বই খুঁজছে। স্টলের পাশে থাকা কয়েকটি খেলাধুলার স্পটে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: