• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

লেখক বৃত্তান্ত:

আহসান হাবীব

আহসান হাবীব

গরিবের সুপারশপে চালের কেজি ১ টাকা !

গরিবের সুপারশপে চালের কেজি ১ টাকা !

সুপারশপে চাল বিক্রি হচ্ছে ১ টাকা কেজিতে। ডালের কেজি ২ টাকা। আর এখনকার তেলের কেজি ৬ টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক সুপারশপ চালু হয়েছে রাজধানরি কাওরান বাজরে। তবে এর ক্রেতা গরিব ও অস্বচ্ছল পরিবার ।  সবাই মিলে বাংলাদেশ এই শ্লোগানে অভিনব এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।  ক্রেতাদের চাহিদা বিবেচনায় ১৫টি পণ্য রয়েছে সুপার শপটিতে। পণ্যর মূল্যতালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে কমে বিক্রি করছেন না দায়িত্বরত সেচ্ছাসেবিরা। আবার একজন ক্রেতা সর্বোচ্চ ১০ টাকার পন্য ক্রয় করতে পারবেন। যার বর্তমান বাজার মুল্য প্রায় পাঁচ’শ টাকা।

০৫:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার