• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ 

প্রকাশিত: ১৯:৪৯, ২৮ জুন ২০২৪

ফন্ট সাইজ
রাজধানীতে শ্রমজীবী মানুষের বিক্ষোভ 

ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) বিকালে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

এ সময় তারা বলেন, গরিব মারার অবৈধ বাজেট মানি না মানব না, দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙে দাও ঘুড়িয়ে দাও, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে কমাতে হবে- বলে স্লোগান দেয়। 

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরীব সাধারণ খেঁটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্য মূল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এদিকে মিছিল শেষে ৬ জন রিকশা শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: