• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেহ ব্যবসার অভিযোগে সেই স্পা সেন্টার থেকে আটক ৭

প্রকাশিত: ২১:৪৩, ১১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২২:০০, ১১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেহ ব্যবসার অভিযোগে সেই স্পা সেন্টার থেকে আটক ৭

রাজধানীর গুলশানে আবাসিক ভবনের একটি বাড়িতে অবৈধ স্পা সেন্টারের সন্ধান পাওয়া যায়। বুধবার সেখানে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ সময় গুলশান ২ এর ৪৭ নম্বর রোডের ওই বাসা থেকে দুই তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়লে একজন মারা যান। পরে ওই স্পা সেন্টার থেকে ৭ জনকে আটক করা হয়। 

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ওই স্পা সেন্টার থেকে সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করেছে। আটক হওয়াদের বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

ছাদ থেকে লাফিয়ে মারা যাওয়া তরুণীর নাম ফারজানা (১৯)। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায়। আহত আরও এক তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার নাম জানা যায়নি।

ফারজানার স্বামী জাহিদ হাসান জানান, আমাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করেন আমার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে। জানা যায় নিহত তরুণীর আজ প্রথম কাজে যায়।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন: