তিস্তায় বাড়ছে পানি, বন্যার আশংকা

তিস্তায় বাড়ছে পানি, বন্যার আশংকা
লালমনিরহাটে তিস্তার পানি বাড়ছে। ফলে বন্যার আশংকা দেখা দিয়েছে। ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি উঠানামা করছে।
শনিবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদ সীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সকাল ৯টায় কিছুটা কমে বিপদ সীমার ৫সে:মি: উপর দিয়ে প্রবাহিত হয়।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফা উদ্দৌলা বলেন, কয়েক দিন থেকেই তিস্তার পানি উঠানামা করছে। কখনো বাড়ছে, কখনো কমছে। তবে তিস্তায় পানি বাড়ার ফলে চরাঞ্চলে রোপনকৃত কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে।
এছাড়া তিস্তাসহ জেলার ধরলা, রত্নাই, সতী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার মানুষ।
এদিকে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের দহগ্রাম; হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চরবৈরাতি; আদিতমারী উপজেলার মহিষখোচা, গোবর্ধন, চন্ডিমারী পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডাসহ ১৫টি গ্রামের নদী তীরবর্তী মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: