কাঁঠাল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ১০ জন।
সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাবুল মিয়া (৫০) ও নুরুল হক (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। বিস্তারিত পরে জানানো হবে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: