সাইনবোর্ডে নাম লেখা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর সাইনবোর্ডে গ্রামের নামকে কেন্দ্র করে দু'গ্রামের সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ৩০ জন। এসময় কমপক্ষে ২০ দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০/২৫ রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।
সোমবার (১০ জুলাই) সংঘর্ষের কারণে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা ও স্থানীয়ভাবে চলাচল করা অটোরিকশা আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভৈরব ও কুলিয়ারচর থানা পুলিশ সদস্যরা কাজ করে। এসময় ২৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকাল ১১টায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবর নগর ও মিরারচর গ্রামের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয়। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে দুই পাশে দুই গ্রাম হওয়ায়।
বিভি/এইচএস
মন্তব্য করুন: