• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কাজিপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

প্রকাশিত: ১৮:২৩, ১২ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
কাজিপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধের অন্তত ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ অবৈধভাবে যমুনা নদীর তীরে স্তুপ করে রেখে বালু ব্যবসা চালিয়ে যাওয়ায় এ ধস দেখা দিয়েছে। এর আগে গত ৭ জুলাই কাজিপুর মেঘাই স্পার বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যায়।  

বুধবার (১২ জুলাই) ভোর রাত সাড়ে তিনটা থেকে কাজিপুর উপজেলার মেঘাই মেঘাই ১নং স্পারের উজানে এ ধস দেখা দেয়। খবর পেয়ে ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ভোর থেকেই জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করেই ধসে যেতে থাকে নদী তীর রক্ষা বাঁধ। এ সময় বাঁধের পাশে নোঙর করে রাখা জেলেদের ৩০টি নৌকা মাটিচাপা পড়ে যায়। অপরদিকে বালু ব্যবসায়ীদের স্তুপ করে রাখা বালুর একটি বড় অংশও নদীগর্ভে চলে যায়। ভাঙনের ফলে এলাকাবাসীর মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসীর দাবি কতিপয় অসাধু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের নিয়ম না মেনে নদী তীরের ১০ ফুটের মধ্যে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার কারণেই এ ধস দেখা দিয়েছে। গত ২০ জুলাই ওই বালুর পয়েন্ট অপসারণের জন্য পাউবো ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও বালুর স্তুপ সরানো হয়নি। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজি মো. অনিক ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, রাত সাড়ে তিনটার দিকে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব আমাকে ভাঙনের বিষয়টি জানান, তখনই উপজেলা চেয়ারম্যান মহোদয়কে সাথে নিয়ে সেখানে যাই এবং পাউবোর কর্মকর্তাদের সাথে কথা বলি। সকাল ৬টা থেকে পাউবো জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে। রাতে ভাঙনটা বেশি ছিল। এখন একটু কম। 

আমরা নদী তীর থেকে বালু সরানোর জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছিলাম। এরপর সেখান থেকে তারা বালু অপসারণও শুরু করেছে, কিন্তু পুরোপুরি করে উঠতে পারেনি। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ওখানে আমাদের প্রটেকটিভ বাঁধ ছিল। ভোর রাতের দিকে ওই সেখানে ধস শুরু হয়। সকাল পর্যন্ত অন্তত দেড়শো মিটার নদীড়গর্ভে বিলিন হয়ে গেছে। খবর পেয়ে আমরা ভোর থেকেই সেখানে জিওব্যাগ ডাম্পিং শুরু করেছি। ইতিমধ্যে ভাঙন নিয়ন্ত্রণ হয়েছে। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: