ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহত ১৭, সুপার ভাইজার গ্রেফতার

ছবিতে দুই র্যাবের মাঝে গ্রেফতার সুপার ভাইজার মিজান
ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৭ জন নিহতের ঘটনায় বাসের সুপার ভাইজার মিজানকে গ্রেফতার করেছে র্যাব-৮। সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়পুর গ্রামের নূরুল ইসলাম হাওলাদারের ছেলে। তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসটির চালক মোহন খান এবং হেলপার আকাশ ওরফে বুলেট এখনো পলাতক। বাস পুকুরে পড়ার ঘটনায় রবিবার রাতে মামলা করেছে পুলিশ। মামলায় বাস চালক, সুপারভাইজার এবং হেলপারকে আসামি করা হয়েছে। পলাতক বাকি দু’জনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। এদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: