• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২১ বছর পর চালু হলো ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ৩ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
২১ বছর পর চালু হলো ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা

২১ বছর পর আবারও যাত্রা শুরু করেছে ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে এর উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

কারখানাটি চালু হওয়ায় এই শিল্পের ওপর নির্ভরশীল দু'শ' শ্রমিক এবং ১০ হাজার চাষির মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। 

সংশ্লিষ্টরা বলছেন, এতে বেকারত্ব যেমন ঘুচবে, তেমনি এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবে। আশির দশকে বেসরকারি সংস্থা আরডিআরএস স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় রেশম কারখানাটি স্থাপন করে। 

১৯৮১ সালের ৩০ জুন সরকারি সিদ্ধান্তে কারখানাটি রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। ২০০২ সালের ৩০ নভেম্বর লোকসানের অজুহাতে কারখানাটি বন্ধ ঘোষণা করে দিয়েছিলো সরকার।

বিভি/এজেড

মন্তব্য করুন: