বাড়ির ছাদে শাপলা, পদ্মের বাণিজ্যিক চাষ

মেহেরপুরে বাড়ির ছাদে শাপলা ও পদ্ম ফুলের চাষ করে সফল হয়েছেন এক যুবক। ৫০ প্রজাতির পদ্ম আর ৩০ প্রজাতির শাপলা রয়েছে তার ছাদ বাগানে। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষি কর্মকর্তারাও।
পদ্ম এবং শাপলা ফুল এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাড়ির ছাদে টবে। মেহেরপুরের তরুণ উদ্যোক্তা সাইফুজ্জামান রিজনের বাগানে ৫০ প্রজাতির পদ্ম এবং ৩০ প্রজাতির শাপলার চাষ হয়েছে। যা দেখতে প্রতিদিন ভিড় জমান আশপাশের মানুষজন।
দুই বছর আগে ইউটিউব দেখে আড়াইশ টাকা দিয়ে একটা চারা কিনে চাষ শুরু করেন রিজন। এখন তার কাছে রয়েছে পাঁচ লাখ টাকার গাছ। অনলাইনে চারা আর ফুল বিক্রি করে মাসে তার আয় লাখ টাকা।
কৃষি কর্মকর্তারা বলছেন, ছাদ বাগানে শাপলা ও পদ্ম ফুল চাষ একদিকে যেমন এই ফুলকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে, অন্যদিকে তরুণ উদ্যোক্তা ও নার্সারিতে এই পদ্ধতি ছড়িয়ে দিতে পারলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তরুণরা।
রিজনের এই সফল ছাদবাগান, উদ্যোক্তা সৃষ্টিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা।
বিভি/রিসি
মন্তব্য করুন: