• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫:৩৯, ২৮ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:০৮, ২৮ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
পীরগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা হল রুমে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে আলোচনা সভায় বিভিন্ন পেশা ও বিভিন্ন  শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সকল শ্রেনি ও পেশার লোকজনকে পেনশন স্কিম এর আওতায় আনার জন্য  বিভিন্ন রকমের দিক নির্দেশনা দেন বক্তারা। 

এসময় বক্তারা বলেন প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পাবেন, পেনশন স্কিম  থাকলে আর কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।

আলোচনা সভায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন  ঠাকুরগাঁ ৩ আসনের সংসদ সদস্য আহমেদ, ঠাকুরগাঁ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত  , পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুয়েল রান, , পীরগঞ্জ উপজেলার১০ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ইউপি সদস্য  গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশার লোকজন। 

বিভি/রিসি

মন্তব্য করুন: