• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মৌসুমের শুরুতে না পেলেও এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ  

প্রকাশিত: ১৩:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মৌসুমের শুরুতে না পেলেও এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ  

মৌসুমের শুরুতে না পেলেও এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে সাগরে। পাইকার, আড়ৎদার, জেলে ও শ্রমিকদের ভিড়ে মুখরিত বরগুনার পাথরঘাটার বিএফডিসিঘাট। প্রচুর মাছ পেয়ে জেলেরা খুশি হলেও দাম নিয়ে হতাশ ক্রেতারা। 

বরগুনার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করা ট্রলার থেকে ঝুড়ি ভর্তি করে নামানো হচ্ছে ইলিশ। জেলে ও ব্যবসায়ীদের দর কষাকষির পর তা প্যাকেট করছেন শ্রমিকরা। 

গত এক সপ্তাহে প্রতিটি ট্রলারে জেলেরা ১০ থেকে ২৫ মণ পর্যন্ত ইলিশ পেয়েছেন। ছোট আকারের প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৪৮ হাজার টাকা। আটশ থেকে ৯শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিমণ ৫৫ থেকে ৫৮ হাজার টাকা। আর এক কেজি ও এর বেশি ওজনের ইলিশের দর প্রতিমণ ৬০ থেকে ৬২ হাজার টাকা। আড়ত থেকে মাছ কিনে দেশের বিভিন্ন মোকামে নিচ্ছেন পাইকাররা। 

দীর্ঘ অপেক্ষার পর কাঙ্খিত ইলিশ পেয়ে খুশি জেলেরা। এতো মাছ, তারপরও দাম ধরা ছোঁয়ার বাইরে, বলছেন ক্রেতারা। পর্যাপ্ত ইলিশ পাওয়ায় বেড়েছে রাজস্ব আদায়। সিন্ডিকেট ভেঙে দিয়ে, বাজার মনিটরিংয়ের মাধ্যমে ইলিশের দাম কমানোর দাবি ভোক্তাদের। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন: