কক্সবাজারে কোকেন জব্দ

কক্সবাজারের বাস টার্মিনাল এলাকায় একটি বাস তল্লাশি করে ৯২০ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব কোকেন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাসের ব্যাগ রাখার স্থানে একটি ব্যাগের ভেতর এসব কোকেন লুকায়িত অবস্থায় ছিলো। কোকেন ভর্তি ব্যাগটি কোনো যাত্রীর কিনা কিংবা কেউ সেটি রেখে গিয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি বিজিবি।
বিভি/রিসি
মন্তব্য করুন: