• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাতিয়ায় ঝিমিয়ে পড়া বিএনপিতে প্রাণ জাগালেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০১:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হাতিয়ায় ঝিমিয়ে পড়া বিএনপিতে প্রাণ জাগালেন প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দীর্ঘদিন পর বিএনপিতে তারুণ্যের বাঁধভাঙা প্রাণের উচ্ছ্বাস ঘটেছে। দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারুণ্যের সমাবেশ থেকে পুলিশের বাঁধা ভেঙে রাস্তায় মিছিলের নেতৃত্ব দিয়ে ঝিমিয়ে পড়া বিএনপিতে প্রাণ জাগিয়ে তোলেন দলের সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর ঘরোয়া পরিমন্ডলে অনুষ্ঠানের বিধি নিষেধকে উপেক্ষা করে রাস্তায় দলের মিছিল করতে পেরে কর্মীরাও উজ্জীবিত।  

হাতিয়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে হাতিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংঘঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। বিএনপির সাধারণ সম্পাদক যেন এক তারুণ্যের প্রতীক। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটিতে তরুণদের প্রাধান্য দিয়ে গঠিত বিএনপির স্থানীয় কমিটিগুলোর নেতাকর্মীরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের নেতৃত্বে আস্থাশীল।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুল আজিম বর্তমানে বয়সের ভারে দলীয় কর্মকান্ডে প্রায় অনুপস্থিত। এক এগারোর নেতিবাচক ভূমিকায় এক সময় হাতিয়া বিএনপিতে আস্থার সংকট চরম আকার ধারণ করলেও হাতিয়া বিএনপির নেতাকর্মীরা ও আওয়ামীলীগের একাংশ দলীয় প্রতীক ধানেরশীষ প্রার্থীর বিপরীতে ২০০৮ সংসদ নির্বাচনে প্রকোশলী মোহাম্মদ ফজলুল আজিমকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত করে। কিন্তু পরবর্তীতে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদান স্বরূপ স্থানীয় আওয়ামীলীগের একাংশের প্রার্থীদের প্রতি সমর্থন থাকায় বিএনপি নেতা কর্মীদের মাঝে হতাশা নেমে আসে। এসব ঘটনা পরম্পরায় হাতিয়া বিএনপিতে দলীয় গ্রুপগুলো সৃষ্টি হয়।   

স্থানীয় আওয়ামীলীগের এক নেতার প্রতি পর পর তাঁর সমর্থন থাকায় তখন থেকে নেতা কর্মীদের মাঝে হতাশা নেমে আসে। বিএনপি নেতারা পৌর নির্বাচনে ফজলুল আজিমের সমর্থন পেতেন না। এসব ঘটনা পরিক্রমায় বিএনপিতে ৪-৫ গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।  

প্রকৌলশী তানভীর উদ্দিন

দ্বিধা বিভক্ত হাতিয়া বিএনপি রাজনীতির সকল অনিয়মতান্ত্রিকতা ও স্বজনপ্রীতি দূর করে সঠিক নেতৃত্বে কাজ করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকলে বর্তমানে দৃঢ় প্রতিজ্ঞ। উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনের সাংগঠনিক কমিটিতে নতুন নতুন নেতৃত্বের সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দলের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতে মামলা হামলায় জর্জরিত কর্মীদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন দলের সেক্রেটারী তানভীর উদ্দিন রাজিব।     

বিএনপির বর্তমান প্রধান দাবী আদায়ের লক্ষ্যে নেতা কর্মীদের নিয়ে কেন্দ্রীয় মিটিংগুলোতে অংশগ্রহন করছেন প্রকৌশলী তানভীর। নিয়মিত যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বের মাঝে দলীয় দৃষ্টিভঙ্গি মজবুত ও সুদৃঢ় করছেন। দলীয় কর্মসূচিগুলোতে তার নেতৃত্বে নেতাকর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে। সার্বক্ষণিক যোগাযোগে তৃণমূল নেতাকর্মীরাও প্রকৌশলী তানভীরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
 
এ বিষয়ে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ের তরুণ ও ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। হাতিয়া বিএনপিতে সকল প্রকার স্বজনপ্রীতি ও অনিয়মের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচির মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা ফিরিয়ে আনা সম্ভব। তাই আমাদের দলাদলি কিংবা গ্রুপিং ভুলে গিয়ে সকলে একযোগে কাজ করতে এখন ঐক্যবদ্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে সরকারের অপশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তারেক জিয়ার নির্দেশনা মোতাবেক সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্টু নির্বাচনের ধারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো।

বিভি/এইচএস

মন্তব্য করুন: