• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ২৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি গরু চোরাকারবারী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। 

সোমবার (২৩ অক্টোবর) রাত একটার দিকে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান (৪০) আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমজান খোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু। ১০ থেকে ১৫ জনের একটি চোরাকারবারি দল গত রাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সোনামতি ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে নুরুজ্জামান নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। তার মরদেহ বর্তমানে ভারতের অভ্যন্তরে ইসলামপুরে বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা কি।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: