• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাগুরার মধুমতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ৫ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মাগুরার মধুমতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

মাগুরার মহম্মদপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীতে ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মধুমতির দুই তীরে লাখো মানুষের ঢল নামে। এ উপলক্ষ্যে প্রায় এক সপ্তাহ আগে থেকেই মধুমতীর দুই কুলে গ্রামীণ মেলা বসতে শুরু করেছে। যা চলবে আরও তিন থেকে চারদিন পর্যন্ত। 

২০১৪ সালে শুরু হয়ে প্রতিবছর এই নৌকা বাইস প্রতিযোগিতা ও মেলার আয়োজন চলছে। এর পর থেকেই  বিহারী লাল শিকদার নৌকাবাইচের এই মেলা আজ খুলনা অঞ্চলের বৃহৎ মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। লোকজ ঐতিহ্য এই নৌকাবাইচ উপভোগ করতে সকাল থেকেই শেখ হাসিনা সেতু সংলগ্ন মধুমতি নদীর দুই তীরে পার্শবর্তী যশোর, ঝিনাইদাহ, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জসহ কয়েকটি জেলার সকল বয়সী নারী-পুরুষ জড়ো হতে থাকেন। এ উপলক্ষে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।

আয়োজনের শুরুতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এরপর নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হলে মধুমতির দুই পাড়ের লাখো দর্শক তা উপভোগ করেন।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন—পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাসুদেব কুমার কুণ্ড , উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন ও অফিসার ইনচার্জ মো. বোরহান উল ইসলাম।

এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী বিজয়ীদের বড় ফ্রিজ এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে ৩২ ইঞ্চি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

বিভি/আরএস/এজেড

মন্তব্য করুন: