বিশেষ চাহিদা সম্পন্ন অসিতকে খুঁজে বেড়াচ্ছে তার বাবা-মা

দশ দিন ধরে নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে হয়রান হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছেন এক দম্পতি। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে অসিত হালদারের সন্ধান চেয়েছেন আদিত্য হালদার ও ছায়া হালদার। গত ৩০ অক্টোবর থেকে নিখোঁজ অসিত হালদার নামের ২৮ বছরের ছেলেটি।
তার খোঁজ পেতে মাদারীপুরের ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অসিতের ভাই রবীন হালদার।
জানা গেছে, নিখোঁজ অসিত হালদার মানসিকভাবে অসুস্থ। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, চোখে চশমা পরে। তার ঠিকানা- মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রাম। কেউ খোঁজ পেলে ০১৭১১-০০০৪৮৬, ০১৭৭৮-৬২৭৫৬৩ কিংবা ০১৭৩৫-৮৩৫৮৪৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে অসিতের পরিবার।
বিভি/এজেড
মন্তব্য করুন: