• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাতকে আ.লীগের উন্নয়ন সমাবেশ জুড়ে বঞ্চনার আক্ষেপ বক্তাদের 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ১১ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ছাতকে আ.লীগের উন্নয়ন সমাবেশ জুড়ে বঞ্চনার আক্ষেপ বক্তাদের 

সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ আয়োজিত এক শান্তি ও উন্নয়ন সমাবেশে সকল বক্তার মুখে ছিল উন্নয়ন বঞ্চনার আক্ষেপ। বিএনপি-জামাতের নৈরাজ্যবিরোধী ভূমিকা শেষ করেই বক্তব্যের পুরোটাই সময়জুড়ে ছিল স্থানীয়ভাবে উন্নয়ন না পাওয়ার খেদোক্তি। 

শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার আন্ধারিগাঁও পয়েন্টে ছাতক সদর ইউনিয়ন আওয়ামী এ সমাবেশের আয়োজন করে। 

তিন ঘণ্টার সমাবেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অন্তত এক ডজন নেতার অভিযোগ, শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও সুনামগঞ্জ-৫ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জনগণ বঞ্চিত। এখানে ব্যক্তির উন্নয়ন হয়েছে। 

তারা বলেন, নরমাল থেকে দেশ এখন স্মার্ট বাংলাদেশে উন্নীত হয়েছে। কিন্তু আমরা চলতে হয় কলার ভেলায় চড়ে। স্থানীয় এমপির জনসমর্থন নাই। মানুষের সুখ-দুঃখ খেয়াল করেন না। তিনি মন্ত্রী-এমপি-নেতাদের সাথে সমন্বয় না করে পকেটের লোকদের নিয়ে পকেট ভারী করতে ব্যস্ত৷ সরকারি টিআর, কাবিখা, কাবিটার বরাদ্দ লুটপাট হয়। যে কারণে মানুষ এখানে উন্নয়ন থেকে বঞ্চিত।'

তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাস্তাঘাটের অবস্থা বেহাল। সবগুলো গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী। মানুষ কষ্ট পেয়ে আমাদের গালাগাল করে। এই অবস্থার দায় কে নেবে। আমরা এর পরিবর্তন চাই।' 

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। 

ইউপি সদস্য নূরুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম শামীম, সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সজল, রেজা মিয়া তালুকদার, হাজী আশিক মিয়া, কবির মিয়া, সুন্দর আলী বুলবুল, শফিকুল ইসলাম, এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন প্রমুখ।

বিভি/এজেড

মন্তব্য করুন: