মুন্সীগঞ্জের দুই স্থানে চার শক্তিশালী ককটেল বিস্ফোরণ

মুন্সীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক ও পিটিআই সংলগ্ন সড়কে চারটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১ টার কিছুক্ষণ আগে পর পর ওই চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা মুহুর্তের মধ্যে ওই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবগত নই। খোঁজ নিয়ে জানানো হবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: