• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নেত্রকোনায় ৫টি আসনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ১৪:০২, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নেত্রকোনায় ৫টি আসনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

নেত্রকোনায় ৫ টি আসনে মনোনয়নপত্র বাছাইয়ে ৩৬ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র, কৃষক শ্রমিক জনতা লীগ, জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিলদের মধ্যে নেত্রকোনা-৪ আসনে স্বৈরাচার বিরোধী ৯০ এর ছাত্রনেতা স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ ও নেত্রকোনা- ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল তাহেরের ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার হোসেন রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ (রবিবার) রাতে মনোনয়নপত্র বাছাই শেষে জেলার ৫ টি আসনে মধ্যে এই ১৩ জনের মনোনয়নপত্র বাতিলের কথা জানিয়েছেন।বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, জাকের পার্টি, স্বতন্ত্র প্রার্থী, ন্যাশনাল পিপলস পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীরা রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আরো জানান, অসম্পূর্ণ তথ্য, সঠিক ভোটারের স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে নির্বাচন বিধিতে  তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলায় ৫টি আসনে মোট  আওয়ামী লীগসহ ১০ টি দলের ও স্বতন্ত্র মিলিয়ে ৩৬ জন মনোনয়নপত্র কিনেছিলেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: