নাটোরে সেই গ্রাম পুলিশের মনোনয়ন বাতিল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গ্রাম পুলিশ মো. এসকেন আলীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁইয়া।
সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযযায়ী ফরম পূরণ না করায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁইয়া বলেন, নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটারের(৩৪৯৪জন) স্বাক্ষর পূরণ করতে বলা হয়েছে। সেখানে এসকেন শুধু ৯৮০ জন ভোটারের স্বাক্ষর দাখিল করেছেন।
তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এসকেন আলী বলেন, তার ফরম ঠিকঠাক ভাবে পূরণ করা হয়েছে। কিন্তু কি কারণে বাতিল করা হয়েছে তিনি তা জানেন না।
বিভি/রিসি
মন্তব্য করুন: