• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হবিগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ৪ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
হবিগঞ্জে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

হবিগঞ্জে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) দিনভর বাছাই শেষে বিকাল ৫টায় এ ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ। তিনি জানান, জেলার ৪টি আসনে মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে যাচাই বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হচ্ছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাক আহমেদ, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে দলীয় মনোনয়নের কাগজ না থাকায় জাতীয় কংগ্রেস পার্টির সায়মা বেগম ও ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক জামাল হোসেন লিটন।

বর্তমানে ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: