• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাজা শেষে নেপালী নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৬, ১২ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
সাজা শেষে নেপালী নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

বান্দরবান জেলা কারাগার থেকে অম্বর থাপা বুড়া (২৪) নামে এক  নেপালী নাগরিককে সাজা শেষে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে তাকে নেপালে প্রত্যাবাসন করা হয়। সাজাপ্রাপ্ত বিদেশি নাগরিক অম্বর থাপা বুড়ার বাড়ী নেপালের কর্ণালী প্রদেশের জাজারকোট জেলায়। 

বান্দরবান জেলা কারাগার সূত্রে জানাগেছে, নেপালী নাগরিক অম্বর থাপা বুড়াকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৯/৩/২০২৩ ইং তারিখ নাইক্ষ্যংছড়ি থানায় জি আর ৪৩/২৩ মামলা নং ১৬ রুজু করা হয়। উক্ত মামলায় গত ১০/৭/২০২৩ ইং তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ কারাবন্দি নেপালী নাগরিক অম্বর থাপা বুড়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। আটকের পর থেকে তার সাজা কার্যকর করা হয়। সে হিসেবে তার সাজার মেয়াদ ১০/৮/২০২৩ ইং তারিখ শেষ হয়। 

পরে কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার মাধ্যমে নেপাল দূতাবাস কারাবন্দী অম্বর থাপা বুড়াকে স্বদেশে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। আজ সকালে নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারি ইউজানা বামজান এবং নেপাল দূতাবাসের সচিব রিয়া স্রেত্রী এর উপস্থিতিতে উক্ত কারাবন্দী অম্বর থাপা বুড়াকে স্বদেশে প্রত্যাবাসন করেন। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান ও জেল সুপার মো. জান্নাত উল ফরহাদসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: