• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজীপুরে রেল লাইন কেটে ফেলার ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

প্রকাশিত: ১৮:১৪, ১৩ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৮:১৪, ১৩ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
গাজীপুরে রেল লাইন কেটে ফেলার ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

রেল লাইনে নাশকতার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ সৈয়দ নুরুল ইসলাম।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় নাশকতার শিকার মোহনগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, যারা নাশকতাকারী, যারা এতোবড় একটি দুর্ঘটনার পরিকল্পনা করেছে তাদের সবাই খুঁজে বের করবো আমরা। তাদেরকে আইনের আওতায় আনার সাথে সাথে সারাদেশে সবার মাঝেই একটি ম্যাসেজ চলে যাবে। আমাদের দেশে কয়েক হাজার কিলোমিটার রেললাইন আছে, নির্বিঘ্নে চলাচলে এখন আমাদের দেশের মানুষের আস্থার একটি জায়গা ট্রেন। 

তিনি আরো বলেন, এঘটনার তদন্তের মাধ্যমে আমরা যে ক্লো পাবো তাদের প্ল্যানিং, প্রিপারেশন, এখানে রেল লাইনকে গলিয়ে ফেলা হয়েছে, অক্সিজেন ও ইথেন গ্যাস এক সাথে সংযুক্ত করে দেড় দুই হাজার তাপমাত্রা হয়ে যায় এধরনের ম্যাকানিজম যারা দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ট্রেনে আর যেন কেউ নাশকতা চালাতে না পারে সে অনুযায়ী ব্যবস্থা আমরা নেবো।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: