উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উখিয়া ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭/৮ জন আমিনের ছেলে আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে নিয়ে যায়। তারা আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে গুলি করে।
তিনি আরও জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ক্যাম্পে আধিপত্য বিস্তার এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলে ওসি জানান।
মন্তব্য করুন: