পঞ্চগড়ে ছাত্রদল-যুবদলের মশাল মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পঞ্চগড়ের মশাল মিছিল করেছে যুবদল।
শহরের হিলি বোর্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর নেতৃত্বে এই মশাল মিছিলে জেলা উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের নেতৃত্বে ব্যারিস্টার বাজারে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে সন্ধ্যায় সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে ব্যারিস্টার বাজারে ছাত্রদল মশাল মিছিল বের করে। মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব এই মশাল মিছিলে নেতৃত্ব দেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: