• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একই মাঠে পড়েছিল আপন দুই ভাইয়ের নিথর দেহ 

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ৩১ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
একই মাঠে পড়েছিল আপন দুই ভাইয়ের নিথর দেহ 

মাগুরার মহম্মদপুরে ফসলের মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ ডিসেম্বর) উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মাঠের একটি ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন- সবুজ (৩২) ও হৃদয় (১৮)। তারা পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে।

স্থানীয় মেম্বার ও প্রতিবেশীরা জানান, সকালে মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে তাদের মরদেহ উদ্ধার করে। তারা দুই ভাই দলাদলির সাথে তেমন ভাবে যুক্ত ছিলা না বলে জানা যায়।

তবে নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, পুলিশ খবর পেয়েই তাদের মরদেহ  উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিক ভাবে হত্যার কারন জানা যায়নি।  তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: